উত্তর ২৪ পরগণার সন্দেশখালির ঘটনায় ইডির প্ররোচনা দেখছে তৃণমূল। আক্রমণ করলেন কুণাল ঘোষ। এদিকে ইডির উপর হামলা নিয়ে পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের।
কুণাল ঘোষ বলেন, ইডি প্ররোচনা করে তদন্ত করেছে। সন্দেশখালির ঘটনা তারই ফল। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সন্দেশখালি ইস্যু নিয়ে তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, রাজ্যে এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা গণতন্ত্রের উপর হস্তক্ষেপ। রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও অভিযোগ তাঁর।
শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে রোষের মুখে পড়ে ইডিয মাথা ফাটে এক ইডি আধিকারিকের। বিক্ষোভের মুখে পড়ে পিছু হটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেশ কয়েকটি রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এই নিয়ে কুণাল ঘোষ বলেন, সন্দেশখালির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। কিন্তু শুধু তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সংস্থা ও কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে।