উচ্চমাধ্যমিকের অর্থনীতি পরীক্ষা। ঘণ্টা পড়তেই ছাত্ররা একে একে এসে জমা দিচ্ছিল উত্তরপত্র। কিন্তু এক ছাত্র উত্তরপত্রের বদলে, পরিদর্শককে প্রশ্নপত্র জমা দিয়েই বাড়ি চলে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ক্রমিক নম্বর অনুসারে, খাতা মেলাতে গিয়ে কালঘাম ছুটে যায় ইনভিজিলেটরের। মঙ্গলবার এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বয়েজ স্কুলে।
Dev: গরু পাচার মামলার তদন্ত, নির্ধারিত সময়েই দিল্লিতে ED-র দফতরে হাজিরা দিলেন দেব
মঙ্গলবার এই ঘটনায় ওই পরীক্ষার্থীর সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষার্থী খাতা নিয়ে বাড়ি চলে যান, দুঘণ্টা পরে গিয়ে ওই পরীক্ষার্থীর খাতা উদ্ধার করা হয়। এর পর পুলিশকে সঙ্গে নিয়ে পরীক্ষার্থীর বাড়ি খুঁজে গিয়ে উত্তরপত্র সংগ্রহ করে আনেন শিক্ষকেরা।