অপেক্ষার অবসান! গত মাসে শুরু হয়েছিল জোকা-তারাতলা মেট্রো। এবার, চলতি মাস থেকেই শুরু হচ্ছে নিউ গড়িয়া-রুবি মেট্রো রুটের পরিষেবা। মঙ্গলবারই এই নিয়ে সবুজসঙ্কেত দিয়ে দেওয়া হল রেলের পক্ষ থেকে থেকে। এখন শুধু উদ্বোধনের দিন ঠিক হওয়াই শুধু বাকি, জানাচ্ছে মেট্রো রেল। এর ফলে শহরের দু’টি আলাদা মেট্রোপথ একটি স্টেশনের মাধ্যমে কাছাকাছি আসবে। এই নতুন মেট্রো পরিষেবায় কলকাতা মেট্রোয় ‘ইন্টিগ্রেটড টিকেটিং সিস্টেম’ চালু করা হচ্ছে। কলকাতার উত্তর-দক্ষিণ (নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর, যাকে ব্লু লাইন বলা হয়) মেট্রো এবং নিউ গড়িয়া-রুবি মেট্রো (অরেঞ্জ লাইন) জুড়ে যাবে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ স্টেশনের মাধ্যমে।
উল্লেখ্য, এর আগেই মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, কবি সুভাষ স্টেশনে সাবওয়ে তৈরি হয়ে গিয়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছিলেন, স্মার্ট গেটের সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন করে ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। শহরতলির ট্রেনে এতদিন এই সুবিধা ছিল। কিন্তু কলকাতা মেট্রোতে এই ব্যবস্থা প্রথম। দুটি মেট্রো রুটের বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা চূড়ান্ত করতে রেল বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে।