টুইট করে বিরোধী দলের ৪ জন নেতার নাম করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ 9Kunal Ghos)। শিক্ষায় নিয়োগ বিতর্কে বিরোধী দলের চারজন নেতা সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যের যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল। তার ঠিক ১৮ মিনিটের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুখেও শোনা গেল কুণালের তালিকায় থাকা চারজনের মধ্যে তিনজনের নামই।
কুণাল ঘোষের এই টুইটের ঠিক পরে-পরেই আলিপুর বিশেষ সিবিআই আদালতে ঢোকার মুখে নিয়োগ দুর্নীতি (SSC scam) নিয়ে বিরোধী তিন নেতার নাম তুলে কার্যত শোরগোল ফেলে দেন পার্থ। এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সুজন-দিলীপ-শুভেন্দুকে নিশানা করে বলেন, ‘'যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন না! ডিপিএসসি-টা কী করেছিলেন।’’
আরও পড়ুন: মন্ত্রী ছিলেন,নিয়োগকর্তা নয়, নিয়োগ দুর্নীতি নিয়ে দায় এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়
উল্লেখ্য, টুইটে এদিন কুণাল ঘোষ লিখেছিলেন, ‘শিক্ষায় নিয়োগ-বিতর্ক। দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক। কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক।’