আগামী সোমবার প্রকাশিত হচ্ছে রাজ্য হাই মাদ্রাসার ফল। বুধবার এক নির্দেশিকায় একথা জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ওই দিন বেলা ১২টার সময় সল্টলেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের দফতর, মওলানা আবুল কালাম আজাদ ভবনে পরীক্ষার ফল প্রকাশিত হবে। ২০২২ সালের হাই মাদ্রাসা পরীক্ষার আলিম এবং ফজিল পরীক্ষার ফল জানাবে পর্ষদ।
www.wbbme.org, wbresults.nic.in এবং www.exametc.com-এ পরীক্ষার ফল জানা যাবে। মোবাইলে পরীক্ষার ফল জানতে WBBME লিখে <space> দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬০৭০ নম্বরে পাঠালেও পরীক্ষার ফল জানা যাবে। মোবাইলের সব অপারেটরের ক্ষেত্রেই এই নম্বর প্রযোজ্য। তবে বিনামূল্যে এসএমএস মারফৎ ফল জানতে পরীক্ষার্থীকে তাঁর রোল নম্বর এবং মোবইল নম্বর নথিভুক্ত করতে হবে www.exametc.com-এ।
সোমবারই পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্রও দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। ওই নির্দেশিকায় সমস্ত মাদ্রাসা প্রধানদের সংশ্লিষ্ট জেলার বিতরন কেন্দ্র থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে। এ ছাড়া পর্ষদ জানিয়েছে মাদ্রাসা ছাত্র ছাত্রীরাও সোমবার দুপুর ১২টা থেকেই নিজেদের পরীক্ষার ফল জানতে পারবেন।