তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দোপাধ্যায়ের লক্ষ্য ছিল রাজ্যে শিল্প ও কর্মসংস্থান প্রতিষ্ঠা৷ নবান্ন সূত্রে খবর, শিল্পে এবার বিনিয়োগ টানতে ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম কমাতে চলেছে রাজ্য। তবে কত দাম কমবে, কবে থেকে কমবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই স্পষ্টভাবে জানানো হয়নি রাজ্যের তরফে।
গত বছর রাজ্যের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, শিল্পের জন্য ৫ একরের বেশি জমি থাকলে মিলবে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সুবিধা৷ শিল্পপতিদের আবেদন করতে বলা হলেও সেভাবে সাড়া মেলেনি। খতিয়ে দেখা যায়, জমির দামের জেরেই পিছিয়ে আসছিলেন শিল্পপতিরা। তাই তাদের সুবিধার্থেই এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম কমাতে চলেছে রাজ্য।