জঙ্গলমহলে কোনও মাওবাদী কার্যকলাপ নেই। বুধবার প্রশাসনিক বৈঠকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ নিয়ে একাদিক অভিযোগ উঠছে। বিশেষকরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে মাওবাদী পোস্টার। এদিন মুখ্যমন্ত্রীর দাবি, ঝাড়খণ্ড থেকে লোক এনে জঙ্গলমহলে ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিন প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রামের জেলাশাসক এবং পুলিশ সুপারের থেকে মাওবাদী কার্যলকলাপ সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। যদিও জেলাশাসক এবং পুলিশ সুপারের বক্তব্য মুখ্যমন্ত্রীকে খুব একটা সন্তুষ্ঠ করতে পারেনি। মুখ্যমন্ত্রীর দাবি, জঙ্গলমহলকে অশান্ত করতে চক্রান্ত করেছে বিজেপি। তাই বেলপাহাড়ি সীমানা দিয়ে ওই অঞ্চলে লোক ঢোকানোর চেষ্টা করা হয়।
জঙ্গলমহল যাতে শান্ত থাকে সেই কারণে গত কয়েকদিন আগেই সেখানে ডিজি মনোজ মালব্যকে পাঠানো হয়েছিল। এদিনও জঙ্গলমহলের উপর বিশেষ নজর দিতে ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।