গরম পড়তেই শুরু হয়েছে লোডশেডিং(Load Shedding)। দেশের সব রাজ্যেই বর্তমানে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। মূলত, কয়লার(Coal Shortage) চাহিদা বৃদ্ধি ও ঘাটতিই এই সমস্যার কারণ বলে জানা গেছে। তথ্য বলছে, এপ্রিল মাসে ভারতে বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে ১৩২.৯৮ বিলিয়ন ইউনিট। গত বছরের এপ্রিলে দেশে বিদ্যুৎ খরচ ছিল ১১৭.০৮ বিলিয়ন ইউনিট।
এপ্রিলের শুরু থেকেই লাগাতার লোডশেডিংয়ে জেরবার পড়শি রাজ্য ঝাড়খণ্ড(Coal Shortgae in Jharkhand)। জানা গেছে, ঝাড়খণ্ড ১০-১২ শতাংশের গড় বিদ্যুৎ সরবরাহের ঘাটতির সম্মুখীন হয়েছে, যা দেশের সবচেয়ে খারাপ। এরপরেই অন্ধ্রপ্রদেশ (১০%), উত্তরাখণ্ড (৮-১০%), মধ্যপ্রদেশ (৬%) এবং হরিয়ানায় (৪%) বিদ্যুৎ সরবরাহের ঘাটতি হয়েছে।
দেশের ১৫০টি বিদ্যুৎকেন্দ্রের(Thermal Power Stations) মধ্যে ৮৮টিতে কয়লার ঘাটতি রয়েছে। সূত্রের খবর, রাজস্থান, মহারাষ্ট্র, বাংলায় অবস্থা সবচেয়ে খারাপ। রাজস্থান(Rajasthan), মহারাষ্ট্র(Maharastra) আর বাংলায়(West Bengal) তাপবিদ্যুৎকেন্দ্রে সবচেয়ে বেশি কয়লার ঘাটতি রয়েছে। যে ৮৮টি বিদ্যুৎকেন্দ্রে কয়লার অভাব রয়েছে, তার মধ্যে ৪২টি রাজ্য সরকারের অধীনে, ৩২টি বেসরকারি খাতের, বাকি ১২ কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে।