ইউক্রেন (Ukraine Crisis) থেকে দুর্গাপুরে (Durgapur) ফিরলেন ৩ ডাক্তারি পড়ুয়া। তিন ছাত্রীর নাম নেহা খান, জিনাত আলম ও বিপাশা সাউ। বুধবার দুপুর ৩টে ৪০ নাগাদ দিল্লি থেকে অণ্ডাল বিমানবন্দরে নামেন তাঁরা। দুর্গাপুর মহকুমা শাসক তিন ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপি বিধায়করাও। উপস্থিত ছিলেন তাঁদের পরিবার পরিজনরাও।
এদিন বিমানবন্দরে নামার পর জিনাত আলম জানান, "মনে হচ্ছে যেন নরক থেকে স্বর্গে এসেছি। বিশ্বাস ছিল, যে বাঁচবই।" নেহা খান বলেন, "লড়াইটা আমাদের সত্যি কঠিন ছিল। ইউক্রেনের সীমানা পেরোনো সহজ ছিল না। ভারতের দূতাবাস ও আমাদের কেন্দ্রীয় সরকার অনেকটাই সাহায্য করেছে। মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ।"
আরও পড়ুন: ইউক্রেন থেকে ঘরে ফিরলেন বালির মেয়ে অন্বেষা, প্রশাসনকে ধন্যবাদ জানাল পরিবার
মেয়েকে ঘরে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় তিন ছাত্রীর পরিবার।