বাঘের কামড়ে এবার রক্তাক্ত হল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ। সোমবার সকালে এই ঘটনায় আহত এক বনকর্মী। শনিবার থেকে গ্রামবাসীরা অঞ্চলে পায়ের ছাপ দেখতে পান। উৎপাত ঠেকাতে খবর যায় বনদফতরে। এলাকা ঘিরে ফেলা হয় জাল দিয়ে।
সোমবার সকালে ওই অঞ্চলে ফের পায়ের ছাপ দেখতে পান এক বনকর্মী। জঙ্গলের মধ্যে ডোরাকাটা দেখতে পেয়ে গ্রামবাসীদের সতর্ক করেন তিনি। হঠাৎ করেই জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে তাঁর উপর আক্রমণ করে এক পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার।
ঘটনাস্থলে গিয়ে বাঘের মুখ থেকে ওই বনকর্মীকে ছিনিয়ে আনেন গ্রামবাসীরা। স্থানীয় কিশোরীমোহন গ্রামের এই ঘটনায় গুরুতর জখম গণেশ শাসমল নামের ওই বনকর্মী। বাঘের মুখ থেকে সরাতে তাঁর সহকর্মীরা লাঠি হাতে হামলা চালায়। ঘটনায় আহত গণেশ শাসমলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।