বারাবনিতে আক্রান্ত আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপির অভিযোগ, বারাবনির একটি বুথে যাওয়ার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে হামলার চালায় তৃণমূল। হামলা হয়েছে অগ্নিমিত্রার পালের নিরাপত্তারক্ষীর ওপরও। পাশাপাশি গাড়িতে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ বিজেপি প্রার্থীর। ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
আসানসোল লোকসভার উপনির্বাচন নিয়ে প্রথম থেকেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ ছিল বিরোধীদের। এই আবহে ভোট কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়েও আশঙ্কা ছিল তাঁদের। এবার বিরোধীদের সেই আশঙ্কাই সত্যি হল। তৃণমূলের পাল্টা অভিযোগ, বহিরাগত নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি।
মঙ্গলবার ভোট শুরুর পর থেকেই বিজেপি প্রার্থীর সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডা বাধে পুলিশের। সকালেই বারাবনির ২৪১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। পরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা সেখানে গেলে পুলিশ তাঁকে ঢুকতে বাধা দেয়। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা।
আরপ পড়ুন- By-election : বালিগঞ্জের উপ-নির্বাচনের ভোটারদের বুথে ঢুকতে বাধার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে
ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনে চলে গেলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মঙ্গলবার সকালে বিভিন্ন বুথে শাসক তৃণমূলের দিকে সন্ত্রাসের অভিযোগ করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত আসানসোল থেকে বড় ধরনের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। অগ্নিমিত্রার অভিযোগ, আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিশ আছে। রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়ে কমিশনে গিয়েেছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বারাবণীর একটি বুথে রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন আসানসোলের বিজেপি প্রার্থী।