'চাকরিপ্রার্থীরা কেন এখনও পর্যন্ত ধর্না দিচ্ছেন ? এই ধর্না দেওয়ার কোনও মানেই হয় না ।' সম্প্রতি, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁরআরও দাবি, চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে তৃণমূলের দালাল রয়েছে '।
চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যাবেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন বিচারপতি বলেন, 'এই ধর্না দেওয়ার কোনও মানে হয় না । কেন ওঁরা ধর্না দিচ্ছে এখনও, সেটা জানি না । চাকরি পাওয়ার যদি সেই সম্ভাবনা থাকত, তাহলে তাঁরা কোর্টে আসতেন । ধর্না মঞ্চ থেকে কোর্টে এসে একাধিক লোক চাকরি নিয়ে চলে গেছে । চাকরি করছে । চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে তৃণমূলেরই দালাল আছে ।'
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ' তৃণমূল ভীষণভাবে প্যানিক করছে । ভেতরে ভেতরে ভাঙছে । ' উল্লেখ্য, ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি । বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, 'দল থেকে যে দায়িত্ব দেওয়া হোক, যথাযথ ভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ । প্রথম উদ্দেশ্য হবে রাজ্য থেকে দুর্নীতিগ্রস্থ দলের ও সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া লোকসভা ভোটে । তাই সর্বভারতীয় দলের হাত ধরে দুর্নীতিগ্রস্থ সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াইয়ে নামতে চলেছি ।'