সমবায় ভোট ঘিরে ফের উত্তপ্ত নন্দীগ্রাম(TMC-BJP Clash in Nandigram)। শুক্রবার সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায় ভেকুটিয়া এলাকায়। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে ভোটপ্রক্রিয়াকে বানচাল করতে চাইছে বিজেপি(TMC-BJP Clash in Nandigram)। বিজেপির পাল্টা অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বাইরে থেকে প্রচুর লোক ঢুকেছে এলাকায়। যারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছ। এই চাপানউতোরের মাঝেই সংঘর্ষ বাধে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে। আহত হন এক ব্যক্তি। মাথা ফেটে যায় তাঁর। আহত ব্যক্তি তাদের কর্মী বলেই দাবি বিজেপির(BJP Worker beaten in Nandigram)।
জানা গিয়েছে, ভেকুটিয়া সমবায় ভোট(Bhekutia Co-Operative election 2022) নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই উত্তেজনা বাড়ছিল। শুক্রবার সকাল থেকেই তা সংঘর্ষের আকার নেয়। তৃণমূল-বিজেপি সংঘর্ষে(TMC-BJP Clash in East Midnapore) রণক্ষেত্র হয়ে ওঠে নন্দীগ্রাম এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী(Nandigram Police Station)। তবে তাঁদের উপস্থিতিতেও সংঘর্ষ হয় বলে অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকর্মীদের।
আরও পড়ুন- Behala Road Accident: ডাম্পারের চাকায় পিষে গেল মাথা, কলেজ যাওয়ার পথেই মৃত্যু বেহালার তরুণীর
উল্লেখ্য, কিছুদিন আগেই নন্দীগ্রামে(TMC-BJP Clash in Nandigram) আরেকটি সমবায়ে ভোট হয়। নির্বাচনের ফল বের হতে দেখা যায়, সেখানে ১২টি আসনের ১১টিতেই জয় পায় বিজেপি(BJP Win in Nandigram)। মাত্র ১টি আসন পায় শাসক দল। সেখানেও তৃণমূল-বিজেপির(TMC-BJP Clash in Bhekutia) দফায় দফায় সংঘর্ষে ঘুম উড়েছিল গ্রামবাসীদের।