মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোস্তফা সরকারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল সিপিআই এমের বিরুদ্ধে। যদিও অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। ঘটনাটি মুর্শিদাবাদের রাণীনগরে।
অন্যদিকে এই ঘটনার জেরে গোপীনাথপুরে CPIM প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভাঙচুরের পাশাপাশি মহিলা প্রার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত ২ সিপিআই এম কর্মী। উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।
আহত ২ সিপিআই এম কর্মীকে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাণীনগর এলাকায়।
গুলিচালনা ও তার পরে ভাঙচুরের ঘটনার জেরে উভয় দলের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি।