সোমবার প্রকাশিত হল রাজ্যের চার পুর নিগমের ফল (Municipal corparetion result)। আসানসোল (Asnsole), শিলিগুড়ি (Siliguri), বিধাননগর (Bidhannagar) এবং চন্দননগর (Chandannagar)-এই চার পুরসভাতেই কার্যত সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা। পরিসংখ্যান বলছে, এই চার পুরসভা মিলিয়ে ২২৬ ওয়ার্ডেের মধ্যে ১৯৮ ওয়ার্ডের জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (Tmc)। সেইদিক থেকে ধরলে শাসক দলের জয়ের স্ট্রাইক রেট প্রায় আশির কাছাকাছি। আর শতাংশের নিরিখে কলকাতার পর এই চার পুরসভায় বিজেপিকে (Bjp) ফের পিছনে ফেলে দিয়েছে বামেরা (Left)।
রাজনৈতিক মহলের দাবি, এবার বিধাননগরের ১৭টি ওয়ার্ডে তৃণমূল জিতেছে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে। সামগ্রিক ভাবে এই পুরসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট ৭৩.৮২%। একটি ওয়ার্ডে না জিতলেও বামেদের ভোট ১০.৬৬%। বিজেপি পেয়েছে ৮.৩৫% আর কংগ্রেসের ঝুলিতে ৪% ভোট। যদিও এই পুরসভায় একটি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস।
আরও পড়ুন : নবনির্বাচিত পুরপ্রতিনিধিদের আরও নম্র হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঠিক তেমনই চন্দননগরের মোট ওয়ার্ডের ৯৭ শতাংশ ওয়ার্ডে জয়ী রাজ্যের শাসকদল। সামগ্রিক ভাবে ধরলে, তৃণমূলের ভোট ৫৯%। আর বামফ্রন্টের ঝুলিতে ২৮% শতাংশ ভোট পড়েছে।
এইবারই প্রথম শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তারা ভোট পেয়েছে ৪৮.১৪%। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির প্রাপ্ত ভোট ২৪%। বামফ্রন্ট ১৭.১৯% আর কংগ্রেসের ঝুলিতে ৪.২৪% ভোট পড়েছে।
আসানসোলেও ভোট শতাংশের বিচারে এগিয়ে তৃণমূল। এখানে তাদের প্রাপ্ত ভোট ৬৪.৫২%। বিজেপি পেয়েছে ১৬% ভোট। বামফ্রন্ট ১২% ও কংগ্রেস পেয়েছে মাত্র ২% ভোট।