ভোটগণনাকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি । এবার উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁয় । বিজেপির সঙ্গে বচসায় মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর । অন্যদিকে, হাবরার গণনাকেন্দ্র থেকে সিপিএম এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ।
বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনাকেন্দ্রে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপির । সেইসময় বেশ কয়েক জনকে গণনাকেন্দ্র থেকে বার করে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । তাঁদের উপর চড়াও হন বিজেপি কর্মীরা । এরপরই তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ দু’পক্ষের মধ্যে মারধরও শুরু হয় । বচসা চলাকালীন দুই তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে দাবি শাসকদলের । তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে বলে খবর ।
আরও পড়ুন, Panchayat Poll Results 2023: ৬৮১ আসনে জয়, ২১৭৮ আসনে এগিয়ে শাসকদল, ৬৬ আসনে জয় বিজেপির
ত্রিস্তরীয় পঞ্চায়েতে চলছে ভোটগণনা । রাজ্যের বিভিন্ন কোণ থেকে অশান্তির খবর সামনে আসছে । তবে এই অশান্তির মধ্যেও শান্তিপূর্ণ আবহাওয়া পাহাড়ে । রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুই জেলা থেকে কোনও অভিযোগ এবং অশান্তির খবর পাওয়া যায়নি।