গার্ডেনরিচে বিবেকানন্দের মূর্তির শুদ্ধিকরণ করল তৃণমূল কংগ্রেস। কারণ ওই মূর্তিতে শুক্রবার মাল্যদান করেছিল BJP। সেকারণেই শনিবার শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্যের শাসক দল।
শনিবার সকালে প্রথমে গঙ্গাজল দিলে গোটা মূর্তি ধুয়ে দেন TMC কর্মীরা। তারপর নতুন করে মালা পরানো হয়।
গার্ডেনরিচ কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে মোমবাতি মিছিল করে BJP। ওই মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।