তৃণমূল প্রার্থীকে (TMC Candidate) মারধরের অভিযোগ সিপিএম প্রার্থীর (CPIM Candidate) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে (Shantipur)। অভিযোগ, মাটিতে ফেলে জুতো দিয়ে মারধর করা হয় শান্তিপুরের ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মুখোপাধ্যায়কে। মারধরের পর কান্নাকাটিও করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। অভিযোগ অস্বীকার করেছেন বামপ্রার্থী মৌমিতা মাহাতো দাস। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী আসে।
শান্তিপুরের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী স্নিগ্ধা মুখোপাধ্যায় বলেন, "হার্মাদ বাহিনী নিয়ে এসে আমাকে রাস্তায় ফেলে লাথি, জুতো দিয়ে মেরেছে। সিপিএমের প্রার্থী মৌমিতা মাহাতো আমাকে নিজে মেরেছে। তার আগে একজন হার্মাদ বাহিনীর লোক আমাকে বলেছে, তোকে দেখে নেব।"
আরও পড়ুন: বুথের বাইরে বোমা পড়ল জঙ্গিপুরে! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের
বাম কর্মীদের পালটা অভিযোগ, শান্তিপুরে সকাল থেকে তৃণমূলই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। ১১ নম্বর ওয়ার্ডের বামপ্রার্থী মৌমিতা মাহাতো দাস বলেন, "তৃণমূল প্রার্থী বহিরাগতদের এনে ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা হাতেনাতে একজনকে ধরে ফেলি। তাঁকেই ছাড়াতে এসেছিলেন তৃণমূল প্রার্থী। তখন ধাক্কা লেগে তিনি পড়ে যান।" তাঁর দাবি, তৃণমূল প্রার্থীকে কেউ মারধর করেনি।