ভোটের উত্তাপে অশান্ত এবার মালদার মানিকচক। গোপালপুর জিশারদ টোলায় কংগ্রেস- তৃণমূল সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি, গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। দুইপক্ষের সংঘর্ষে বলি এক তৃণমূল কর্মী। মৃতের নাম শেখ মালেক। তৃণমূলের বিরুদ্ধে ‘দাদাগিরি’, আতঙ্ক ছড়ানোর অভিযোগ। কর্মীর মৃত্যুতে কংগ্রেসকে পাল্টা দুষছে রাজ্যের শাসক দলও। যদিও অভিযোগ অস্বীকার করেছে জোট সমর্থকেরা।
Bengali Panchayat Election: আমডাঙায় বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ ISF এর
১৮২ নম্বর বুথের এই ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এখনও অবধি আহত কমপক্ষে ৮ জন। পায়ে গুলি লেগে মৃত্যু হয় তৃণমূল কর্মীর।