পঞ্চায়েতের আগে সমবায় নির্বাচন(East Midnapore Co-Operative Election)। যা কার্যত অ্যাসিড টেস্ট শাসক-বিরোধী দু'পক্ষের কাছেই। আর মর্যাদার সে লড়াইয়েই 'শুভেন্দু গড়' পূর্ব মেদিনীপুরে ধাক্কা খেল গেরুয়া শিবির। দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২ আসনের সব ক’টিতেই ধুয়েমুছে সাফ বিজেপি(TMC defeats BJP)। যদিও বামেদের সঙ্গে লড়াইয়ে দ্বিতীয় স্থানে উঠে আসাকেই এখন 'নৈতিক জয়' হিসাবে দেখছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
দেউলিয়া সমবায়ের দুটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় শাসক দল তৃণমূল(TMC won in Deulia Co-Operative Union)। বাকি ১০টি আসনে ভোট হয় শুক্রবার। ফল প্রকাশের পর দেখা যায়, ১২টির ১২টিতেই বিজেপিকে ধরাশায়ী করে জয় পায় তৃণমূল। শাসক শিবিরের দাবি, এখানে বামেরা ৭টি আসনে ও বিজেপি ৮টি আসনে লড়াই করেছিল। তবে শেষ পর্যন্ত 'বাম-রাম' দু'জনেই পরাস্ত হয়েছে তৃণমূলের(TMC defeats BJP) কাছে।
আরও পড়ুন- CPIM Kolkata : লাল কাপড় হাতে, বর্ষবরণে চিড়িয়াখানা ভিক্টোরিয়ায় অভিনব কর্মসূচী CPIM এর, পথে সুজনরা
বিগত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জুড়ে একের পর এক সমবায়ে নির্বাচন চলছে। সেইসব নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করছে শাসক-বিরোধী দু'পক্ষই। এমনকি, কিছুদিন আগেই নন্দকুমারে তৃণমূলকে(TMC lost in Nanakumar) হারানোর পর প্রচারে আসে বাম-বিজেপি জোট(Left-BJP Alliance)। যদিও তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। পরবর্তীতে সিপিএম(CPIM lost in Deulia) থেকে জানানো হয়, এই জোট তাঁরা সমর্থন করেন না। এমনকি, আগামীতেও বিজেপির সঙ্গে জোট গড়ার কোনও প্রশ্নই নেই।