কোচবিহার পুরসভা নির্বাচনের (Coochbihar Municipal Election) আগে ৪ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার একটি নির্বাচনী সভায় জানালেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর মতে, নির্দল প্রার্থীরা জিতলেও আর দলে ফেরানো হবে না।
জানা গেছে, কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল কর্মীরা। একাধিকবার তাদের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করে দল। গত ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এরপরই তৃণমূলের জেলা নির্বাচন কমিটি বৈঠকে বসেন। সেখানেই ৪ ওয়ার্ডের নির্দল প্রার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল সূত্রে খবর, পুরসভা নির্বাচনে এই ৪ প্রার্থী জিতলেও তাদের দলে ফেরানো হবে না।
আরও পড়ুন: রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের ফল ঘোষণা আগামী ২ মার্চ
বহিষ্কৃত নির্দল প্রার্থীদের দাবি, দল আগে বিষয়টি নিয়ে গুরুত্ব দিলে এমন সিদ্ধান্ত নিতে হত না তাঁদের। যেভাবে নির্দল হিসেবে প্রচার করছেন, সেটাই চালিয়ে যাবেন তাঁরা।