রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখা হয়েছে।
কী রয়েছে চিঠিতে?
ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, দিলীপ ঘোষ যে মন্তব্য করেছে তাতে শুধুমাত্র যে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে তা নয়, তাঁর চরিত্র নিয়েও খারাপ মন্তব্য করা হয়েছে। যা নির্বাচনী বিধি লঙ্ঘন করে। একই সঙ্গে দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।
Read More- 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পিতৃ পরিচয় জানান', বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
কী বলেছেন দিলীপ ঘোষ?
২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল "বাংলা নিজের মেয়েকে চায়"। মঙ্গলবার ওই স্লোগান টেনে সাংবাদিকরা প্রশ্ন করেন দিলীপ ঘোষকে। জবাবে দিলীপ ঘোষ বলেন, "উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে *** তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।"