১১০ কেজি কেষ্টোর। আসানসোল জেল হাসপাতালের রিপোর্ট বলছে, গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার তৃণমূল নেতা খানিকটা নাকি ঝড়েছেন। গত বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সেই রিপোর্টে উঠে এসেছে, শ্বাসকষ্টের সমস্যা, অর্শ, রক্তচাপের সমস্যা রয়েছে অনুব্রতর। উপসর্গহীন করোনা নিয়ে আসানসোলের সংশোধনাগারে ঢুকেছিলেন কেষ্টো মণ্ডল। তাঁকে এখনও আইসোলেশন কক্ষেই রাখা হয়েছে।
জানা গিয়েছে, অনুব্রতের ওজন ১০৯.৯ কিলোগ্রাম। রক্তে অক্সিজেনের মাত্রা প্রায় ৯৮ শতাংশ। খুব একটা বেশি নয় হৃদ্স্পন্দনের হার। সিবিজি বা রক্তে শর্করা মাপার পরীক্ষা অনুযায়ী, প্রতি ডেসিলিটার রক্তে শর্করার মাত্রা ছিল ১২৭ মিলিগ্রাম। রক্তচাপ ছিল ১৪০/৮০, যা বেশির দিকে হলেও খুব একটা চিন্তাজনক নয় বলেই মত চিকিৎসকদের। স্থূলতার সমস্যা থাকলেও, আপাতত জরুরি ভিত্তিতে কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে মত হাসপাতালের চিকিৎসকদের।
২৪ অগস্ট বুধবার অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। জেলে প্রয়োজনীয় ওষুধ এবং শ্বাসকষ্ট প্রশমনের যন্ত্র নিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়। ৪৮ ঘণ্টা অন্তর অনুব্রতের শারীরিক পরীক্ষা করানোরও নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে।