দিল্লিযাত্রার আগে অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্যপরীক্ষার জন্য আনা হল ইএসআই হাসপাতালে। মঙ্গলবার বেলা ১১টার কিছু পরেই তাঁকে ইএসআই হাসপাতালে নিয়ে আসেন পুলিশকর্তারা। তবে খুব দ্রুততার সঙ্গেই অনুগামী এবং সাংবাদিকদের বেড়াজাল পেরিয়ে অনুব্রতকে নিয়ে ভেতরে ঢুকে যান নিরাপত্তারক্ষীরা। সেই সঙ্গেই ইডির গাড়িতে অনুব্রত মণ্ডলের ব্যাগ তুলে দেওয়া হয়। ফলে দিল্লি যাত্রা যে কার্যত সময়ের অপেক্ষা, তা এদিন স্পষ্ট হয়ে যায়। তবে তাঁর শরীরী ভাষায় স্পষ্ট, তিহাড়যাত্রা নিয়ে রীতিমতো চাপে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।
অন্যদিকে, আসানসোল থেকে কলকাতা আসার পথে শক্তিগড়ে প্রাতরাশ সারতে নামেন এই তৃণমূল নেতা। তাঁর খাবারের বিল মেটানো নিয়েও বিতর্ক তৈরি হয়। নিজেকে 'আমজনতা' পরিচয় দিয়ে অনুব্রত সহ মোট ৬ জনের খাবারের বিল বাবদ প্রায় হাজার টাকার বিল মেটান সবুজ পঞ্চাবি পরিহিত এক ব্যক্তি। যদিও পরে জানা যায়, ওই ব্যক্তি অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ। দীর্ঘদিন ধরেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠ তিনি।
আরও পড়ুন- Siliguri Accident : সিকিম থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, শিলিগুড়িতে মৃত ৪