বৃহস্পতিবার নদিয়ার চাকদহে 'দিদির সুরক্ষাকবচ'(Didir Suraksha Kabach) কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick Apologized)। উত্তেজিত জনতাকে থামাতে শেষপর্যন্ত হাতজোড় করে ক্ষমাও চান বনমন্ত্রী। সহিসপুরবাসীর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে গেলে উপপ্রধান পরেশ ঘোষ দুর্ব্যবহার করেন। এদিন মন্ত্রীর কাছে সেই সমস্যার কথা জানানোর কথা বলায় ওই উপপ্রধান উল্টে তাঁদের গালিগালাজ করেন বলেও অভিযোগ। এরপরেই এলাকা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick Apologized) যেতেই তাঁর গাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। চিৎকার-চেঁচামেচি করে তাঁদের অভাব-অভিযোগের কথা জানাতে যান গ্রামবাসীরা। এরপরেই গাড়ি থেকে নেমে এসে বনমন্ত্রী হাতজোড় করে তাঁদের শান্ত হতে বলেন। গ্রামবাসীদের কথা শুনে সুরাহার আশ্বাসও দেন তিনি। পরিস্থিতি শান্ত হতে হতে প্রায় আধ ঘণ্টা কেটে যায়।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের(East Midnapore News) পাঁশকুড়ায় গিয়ে দলেরই এক নেতার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কুণাল ঘোষ(Kunal Ghosh)। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে কুণালের বৈঠকের সময়ে(TMC Group Clash) অনুগামীদের নিয়ে হাজির হন তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন নেতা শেখ মুজিবর রহমান। এলাকার দু’টি রাস্তা কেন ঢালাই হয়নি, তা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। একপ্রস্থ কথা কাটাকাটির পর কুণাল ওই রাস্তাটি দেখার জন্য বেরোন। সে সময় কার্যালয়ের সামনেই দলের ওই বিক্ষুব্ধ নেতার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পাঁশকুড়ার তৃণমূল ব্লক সভাপতি সুজিত রায় সহ অন্যান্যরা।
আরও পড়ুন- Gangasagar Death:বাস থেকে নামতেই হার্ট অ্যাটাক! গঙ্গাসাগরের মেলায় এসে ভিনরাজ্যের প্রৌঢ়ের মৃত্যু