ভরা বাজারে গুলি করে খুন তৃণমূল নেতা। ঘটনার জেরে চাঞ্চল্য নদিয়ার হাঁসখালিতে। মৃত তৃণমূল নেতার নাম আমোদ আলি বিশ্বাস। প্রথমে সামনে থেকে গুলি, পরে মৃত্যু নিশ্চিত করতে তাড়া করে ঝাঁঝরা করে দেওয়া হয় বছর পঁয়তাল্লিশের ওই তৃণমূল নেতাকে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বাজার করতে যান ওই তৃণমূল নেতা। রামনগর বাজারের এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। সেই সময় মোটরবাইক করে এসে কয়েকজন তাঁকে দোকানের বাইরে ডেকে আনে। এরপরই বচসা শুরু হয় তাঁদের। আচমকাই ওই ৫ জনের দুষ্কৃতী দল আমোদবাবুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই অবস্থায় পালাতে গেলে তাঁকে ধাওয়া করে দুষ্কৃতীরা। এরপরই ওই তৃণমূল নেতাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়।
ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভরা বাজারে এই ধরনের দুঃসাহসিক হামলায় হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন মানুষজন। এলাকায় পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।