ফের অশান্ত হল উত্তর দিনাজপুর। ইসলামপুরে সিভিক ভলান্টিয়ার খুনের রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ উঠল চোপড়ার কোটগছ এলাকায়। রাতে রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন ওই তৃণমূল নেতা জাকির হোসেন। যিনি পেশায় স্কুল শিক্ষক হওয়ার কারণে এলাকায় 'জাকির মাস্টার' বলে পরিচিত। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্কট না কাটায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, চোপড়ার কোটগছ এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বিয়ে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জাকিরকে। তাঁর মাথায় হেলমেট ছিল। রাস্তার ধারে পড়ে কাতরাচ্ছিলেন তিনি।
বুধবার রাতে ইসলামপুরে দক্ষিণ মাটিকুন্ডায় তৃণমূল নেতার ছোট ভাই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর পর আবারও বৃহস্পতিবার রাতে চোপড়ায় এভাবে তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে চোপড়া থানা ও ইসলামপুর পুলিশ। এমন ঘটনা পরপর ঘটে যাওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।