টিটাগড় গণধর্ষণ কাণ্ডে (Titagarh Rape) এবার নির্যাতিতার বাড়ি গিয়ে দেখা করলেন শাসক দলের নেতারা। শুক্রবার টিটাগড়ে যান চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, সাংসদ অর্জুন সিং ও স্থানীয় তৃণমূল নেতারা। ইতিমধ্যেই চার অভিযুক্তের মধ্যে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। প্রথম সংবাদমাধ্যমে মুখও খুললেন টিটাগড়ের নির্যাতিতা।
নির্যাতিতার অভিযোগ, "আমি মন্দিরের পাশে বসে ছিলাম। মোবাইল ছিল আমার হাতে। একজন ছেলে এল। ছোটু নামে। সে ফোন নিয়ে চলে যায়। তারপর আবার ফোন দিয়ে যায়। এরপর ওরা আমাকে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। আমি অনেক চিৎকার করলেও কেউ শোনেনি। একজন ছোটু ছিল। আরেকজন বলছিল, তার নাম জুনেইদ। আমি এর আগে ওকে কখনও দেখিনি। "
আরও পড়ুন: 'দিদি, এরা মা-মাটি-সরকারেরই একজন', মুখ্যমন্ত্রীকে বাগুইআটি আসার অনুরোধ অধীরের
নির্যাতিতার সঙ্গে দেখা করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অত্যন্ত নক্ক্যারজনক ঘটনা। আমরা কোনও ভাবেই এটাকে সমর্থন করি না। সে যত বড় লোকই হোক। ওর অভিযোগ আছে ৪ জনের মধ্যে ৩ জন নির্যাতনকারী। তিনজন ধরা পড়েছে। একজন সাক্ষী ছিল। পুলিশকে বলতে চাই, ৪ জনকেই ধরতে হবে।"