কোনও দোতলা বাড়ির মালিক আবাস যোজনার (Awas Yojona Scam) টাকা পেলে বিডিওর চাকরি থাকবে না! সরকারি আধিকারিকদের উদ্দেশে এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এমন কোনও ঘটনা চোখে পড়েছে বলেই এই মন্তব্য করেছেন তিনি।
দিন কয়েক আগে বাঁকুড়ার তালড্যাংরায় সভা করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার সেখানেই সভা করেন অরূপ চক্রবর্তী। সভায় তিনি বলেন, "গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিওর চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।"
আরও পড়ুন: অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বছরের প্রথম দিনে পর্যটকের ঢল মূর্তিতে