রামপুরহাট কাণ্ড (Rampurhat Clash) নিয়ে এবার মুখ খুললেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev) । ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি । তবে বগটুই-কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গের কথা উঠতেই তা কিছুটা এড়িয়ে যেতে দেখা গেল তাঁকে ।
বৃহস্পতিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে যান দেব (Dev)। অনুষ্ঠান শেষে রামপুরহাটের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘যে কোনও রাজ্যের জন্য এটা সত্যি খুব খারাপ একটা ঘটনা । আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, সকলের কাছে বলব যে, ক্ষমতার নেশায় এমন না হয়ে যায়, যে মানুষ মানুষকে চিনতে পারবে না ।’’
আরও পড়ুন, Amit Shah: বিধানসভায় হাতাহাতি, 'যা করার ঠিক সময়েই করব', মনোজ টিগ্গাকে আশ্বাস দিলেন অমিত শাহ
এরপরই বগটুই কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে দেবকে প্রশ্ন করেন সাংবিদকরা । সেই প্রসঙ্গ কিছুটা এড়িয়ে দেব বলেন, ‘‘আমি অতটা রাজনীতি বুঝি না । আমার এর মধ্যে না ঢোকাটাই উচিত । আমি দলের মুখপাত্র নই, আর সিবিআই-এরও মুখপাত্র নই । আমার মনে হয়, যে যার কাজ করছে করুক ।’’
রাজ্য জুড়ে বোমা-বন্দুক উদ্ধার করছে পুলিশ । এ নিয়ে ঘাটালের সাংসদ বলেন, "পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে বোমা বন্দুক উদ্ধার করছে, তা একদিকে ভাল । আমার মনে হয় যত অস্ত্র আছে উদ্ধার করুন । আর যাতে মানুষ না মরে । পুলিশ প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত, যাতে এমন ঘটনা না ঘটে ।"