একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের (TMC)) শহীদ দিবসের মঞ্চ থেকে মুড়ির থালা হতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ-বার সংসদেও তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছেন তৃণমূলের সাংসদরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুড়ির থালা হাতে প্রতিবাদে সরব হবেন তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা (TMC MPs protest in Parliament)।
সোমবার সকাল সোয়া ১০টা নাগাদ সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূল সাংসদরা উপস্থিত থাকবেন। শপথগ্রহণ শেষ হলেই সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হবেন ডেরেক ও ব্রায়েন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।
Amartya Sen : বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অর্মত্য সেন
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি জিএসটি বৃদ্ধি নিয়েও সরব হবেন সাংসদরা। বিজেপি বিরোধী রাজ্যগুলিকে অর্থনৈতিক ভাবে চাপে ফেলার অভিযোগেও সংসদে সরব হবে তৃণমূল।