অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik)বাড়ি ঘেরাও কর্মসূচি শুরু তৃণমূলের (TMC)। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
তৃণমূলের এই কর্মসূচি নিয়ে সতর্ক পুলিশ। কোচবিহারের ভেটাগুড়ি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। প্রায় ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ব়্যাফও।
আরও পড়ুন: জালে হাঙর, দু'শো কেজির দাম ২৯ হাজার টাকা
সম্প্রতি কোচবিহারের সভা থেকে নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই নিশীথের 'বাড়ি ঘেরাও কর্মসূচি' ঘোষণা করে তৃণমূল। সেই মতো রবিবারই কর্মসূচি শুরু করেছে তৃণমূল।