পুরভোটের দিন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal) জানিয়েছিলেন, বিকেল ৫টার পর হকি খেলা হবে। ভোটের ফলাফল বেরোতেই বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার(Anubrata Mondal) কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। বীরভূমের পাঁচটি পুরসভাতেই বিপুল ব্যবধানে জিতেছেন তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থীরা।
বীরভূমের সিউড়ি পুরসভায়(Siuri Municipality) বিরোধীশূন্যভাবে জিতেছেন তৃণমূল(TMC) প্রার্থীরা। শুধু তাই নয়, ইতিমধ্যেই রাজ্যের বেশিরভাগ পুরসভাতেই বিপুল ব্যবধানে জিতেছেন শাসকদলের কর্মীরা। সকাল থেকেই সবুজে মেতেছেন তৃণমূল(TMC) কর্মী-সমর্থকরা। শুধুমাত্র দার্জিলিং পুরসভায় জিতেছে হামরো পার্টি(Hamro Party)।