দলীয় বৈঠক থেকে বেরোনো মাত্রই খুন তৃণমূল কর্মী। উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি করে খুন করা হয় ফইজুল রহমানকে। ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরও তিন তৃণমূল কর্মী।
তৃণমূল সূত্রে খবর, চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বৈঠকে পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া নিয়ে কথাবার্তা চলছিল। তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, তাঁরা টিকিট পাবে না জেনেই হামলা চালায় দলেরই বিরুদ্ধ গোষ্ঠী। সঙ্গে সঙ্গেই ফইজুলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- Sourav Banerjee joins TMC : ধর্না মঞ্চে অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে যোগ তরুণ কুমারের নাতির