তৃণমূল কংগ্রেসের(TMC) কর্মীরা শুধুমাত্র নির্বাচনের জন্য কাজ করে না। সাধারণ মানুষের জন্য সারাক্ষণ রাস্তায় রয়েছে তৃণমূলের(TMC) কর্মীরা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান বিধাননগর(Bidhannagar) পুরনিগমের বর্তমান মুখ্য পুরপ্রশাসক কৃষ্ণা চক্রবর্তী।
তাঁকে দল প্রার্থী করুক বা না করুক, কাজ থামাবেন না বলেও জানান তৃণমূলের(TMC) এই নেত্রী। গোটা বছর ধরে তাঁরা যেভাবে মানুষের পাশে থাকেন, তাতে মানুষ আবার তৃণমূলকেই(TMC) বেছে নেবে বলেও আত্মবিশ্বাসী কৃষ্ণা চক্রবর্তী।
তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যা বলবেন, তাঁরা তা অক্ষরে অক্ষরে মেনে চলতে তৈরি। শুধু তাই নয়, এবার আরও বিপুল ভোটে বিধাননগর পুরনিগম(Bidhannagar Corporation) জিতে দলকে উপহার দিতে চান বলেও জানান বিধাননগরের(Bidhannagar) বর্তমান মুখ্য পুরপ্রশাসক।
আরও পড়ুন- Opposition Walk Out: নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে ওয়াকআউট বিরোধীদের, নিশানায় শাসক দল
আগামী ২২ জানুয়ারি রাজ্যের বেশকিছু পুরসভার সঙ্গেই ভোট হবে বিধাননগর পুরনিগমেও(Bidhannagar Corporation)। তার ফলে সোমবার থেকেই বলবৎ হয়ে গেল আদর্শ আচরণবিধি। আচরণবিধি বলবৎ হতেই পুরনিগমের পৌর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীকে(Krishna Chakraborty) দেখা গেল একেবারে অন্য রূপে। পায়ে হেঁটে দিব্যি খোশমেজাজে বাড়ির পথ ধরলেন বিধাননগরের দাপুটে এই তৃণমূল(TMC) নেত্রী।