সম্পত্তির নিরিখে এ যাবৎ সব বিজেপি প্রার্থীকে টপকে গেলেন সাগরদিঘি উপনির্বাচনের(Sagardighi By-ELection 2023) গেরুয়া প্রার্থী দিলীপ সাহা। গত বিধানসভায় তৃণমূল প্রার্থী জাকির হোসেন(TMC MLA Jakir Hossain) ছিলেন রাজ্যের সবচেয়ে ধনী প্রার্থী। হলফনামায় দাখিল তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৬৭ কোটিরও বেশি। কিন্তু বর্তমানে দিলীপ সাহার(BJP Candidate Dilip Saha) সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি টাকারও বেশি। উল্লেখ্য, ২০২১ বিধানসভায় বিজেপির সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন নলহাটির তাপস যাদব। তাঁর মোট সম্পত্তি ছিল প্রায় ৩৫ কোটি টাকা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দিলীপের(BJP Candidate Dilip Saha's Assets) নিজস্ব অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকারও বেশি। আর স্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ২৯ কোটি টাকার। পাশাপাশি, বিজেপি প্রার্থীর(Sagardidghi By-Election 2023) স্ত্রী সুস্মিতা সাহার অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ সাড়ে ৬ টাকা। পুত্র সুমন সাহার অস্থাবর সম্পত্তি ৯৫ টাকারও বেশি। কন্যা স্নেহা সাহাও পিছিয়ে নেই। তাঁর অস্থাবর সম্পত্তি ৯১ লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে, দিলীপ সাহার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪ কোটি।
আরও পড়ুন- Gurugram Rape : চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ধর্ষিতা তরুণী, পানীয় জলে মাদক মিশিয়ে ধর্ষণের অভিযোগ