দেশজুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবসের (75th Independence Day) উদযাপনের প্রস্তুতি চলছে । তেরঙ্গায় সেজে উঠেছে গোটা দেশ । এদিকে, ছুটির মেজাজে বঙ্গবাসী । টানা তিন দিন ছুটি । শনি-রবি উইকেণ্ড, আর বাড়তি পাওনা সোমবার স্বাধীনতা দিবসের ছুটি । তাই,কাছে পিঠে বাঙালির ফেভারিট ডেস্টিনেশন দিঘা (Digha), মন্দারমণিতে এখন পর্যটকদের ভিড় । কিন্তু, বৃষ্টির (Rain in Digha) দাপটে ছুটি আর কাটানো হচ্ছে কই । একপ্রকার হোটেলবন্দী হয়েই থাকতে হচ্ছে পর্যটকদের ।
শনিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে দিঘায় । রবিবারও একই ধারায় বৃষ্টি হচ্ছে । সেইসঙ্গে উত্তাল সমুদ্র । গার্ডওয়াল ছাপিয়ে বড় বড় ঢেউ রাস্তায় আছড়ে পড়ছে । তবে,রবিবার সকালে দেখা গেল, বৃষ্টির মধ্যেই সমুদ্রের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছেন বহু পর্যটক । তবে, সরকারি ভাবে কোনও নির্দেশ না থাকলেও দুর্ঘটনা এড়াতে উত্তাল সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছে না ।
তবে, খারাপ আবহাওয়ার জন্য অনেক বুকিং ক্যান্সেল হয়েছে বলে জানিয়েছেন দিঘার হোটেল ব্যবসায়ীরা । হোটেল ব্যবসায়ী সংগঠন সূত্রে খবর, স্বাধীনতা দিবসের মতো বছরের কয়েকটি বিশেষ দিনে দিঘার হোটেলগুলি ১০০ শতাংশ পরিপূর্ণ থাকে । এই সময় বহু পর্যটক আগাম হোটেল বুকিং সেরে রাখেন । এ বারও অধিকাংশ হোটেলে আগাম বুকিং থাকলেও খারাপ আবহাওয়ার জন্য ব্যবসা অনেকটাই মার খাচ্ছে । শনি এবং রবিবার যেভাবে পর্যটক আসার কথা ছিল, সেভাবে পর্যটক আর আসেনি ।
দিঘা থানা সূত্রে জানানো হয়েছে, আবহাওয়ার অবনতি হওয়ায় পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না । সমস্ত ঘাটেই নুলিয়া এবং পুলিশ, সিভিক ভলান্টিয়ার, বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে। ঝড়ের সতর্কবার্তা না থাকলেও সমুদ্র যথেষ্ট উত্তাল থাকায় পর্যটকদের জল থেকে দূরে থাকতে বলা হয়েছে ।