২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ রয়েছে কাঁথিতে। আর তার জেরে দীঘার পর্যটকরা নাও পেতে পারেন হোটেল। কারণ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, ভোটগ্রহণের দুদিন আগে থেকে ওই এলাকায় থাকতে পারবেন না কোনও বহিরাগত।
কী কারণ?
রাজ্যের বাকি ৭ কেন্দ্রের সঙ্গে শনিবার ভোটগ্রহণ করা হবে কাঁথি লোকসভা কেন্দ্রে। আর সেকারণে ২৩ তারিখ থেকে হোটেলগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। মৌখিকভাবে ওই নির্দেশ জারি করা হয়েছে। কোনও লিখিত নির্দেশিকা এখনও হোটেল মালিকদের মধ্যে দেওয়া হয়নি,যার ফলে হোটেল মালিকদের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়েছে বলেও খবর।
যদিও এই নির্দেশিকার জেরে সমস্যায় পড়তে হোটেল মালিকদের। হোটেল মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, একদিকে স্কুলে গরমের ছুটি চলছে। অন্যদিকে উইকেন্ড। যার ফলে প্রায় সব হোটেলে বুকিং রয়েছে। এই পরিস্থিতি জেলা প্রশাসনের এই নির্দেশের ফলে সমস্যায় পড়তে হবে তাঁদের।