আগামী সপ্তাহ থেকেই সাঁতরাগাছি সেতুতে শুরু হবে যান নিয়ন্ত্রণ। পুলিশ সূত্রে খবর, ১৯ থেকে ৩১ নভেম্বর পর্যন্ত ওই সেতুর কলকাতামুখী লেনটি সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার হাওড়া সিটি পুলিশের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেতুর ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে বলেই খবর। সেগুলিই মেরামত করা হবে। এই ২১টি জয়েন্টই রয়েছে সেতুটির কলকাতামুখী লেনে। ২০১৬ সালে সেতুর অন্য লেনটির এক্সটেনশন জয়েন্ট সারানো হয়। সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে জানানো হয়েছে, দ্রুত ওই জয়েন্ট সারাই না করা হলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তারপরেই তড়িঘড়ি সেতু মেরামাতির সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কলকাতামুখী লেনটি বন্ধ থাকলেও অন্য লেন দিয়ে যান চলাচল করবে। তবে সে সুযোগ থাকবে শুধু ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর ওই সেতু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এরপর থেকে যত দিন মেরামতির কাজ চলবে, তত দিন আর ওই সেতু দিয়ে কোনও মালবাহী গাড়ি চলাচল করতে পারবে না।