ঘুরপথে বাড়তে চলেছে রেল ভাড়া (Train fare)। স্টেশন ডেভেলপমেন্ট ফি এবার থেকে নেওয়া হবে যাত্রীদের কাছ থেকেই।বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেলবোর্ড।
দুরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এবার থেকে কার্যকর হবে লেভি (Levy)। অসংরক্ষিত ট্রেন এবং মেল, এক্সপ্রেসে ১০ টাকা লেভি দিতে হবে। সংরক্ষিত নন এসি ট্রেনের ক্ষেত্রে লেভি নেওয়া হবে ২৫ টাকা। সংরক্ষিত এসি ট্রেনের ক্ষেত্রে হবে ৫০ টাকা। প্ল্যাটফর্ম টিকিটের সাধারন দামের সঙ্গে যুক্ত হবে ১০ টাকা লেভি।
লোকাল ট্রেন এবং মান্থলি টিকিটের ক্ষেত্রে এই লেভি নেওয়া হবে না। কিন্তু দুরপাল্লার ক্ষেত্রে এই নীতি কার্যকর করা হবে।