লাইনে ফাটলের জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ ডায়মন্ড হারবার (Diamond Harbour) শাখার ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিন অফিস থেকে বাড়ি ফেরার সময় চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। তড়িঘড়ি লাইন মেরামতির কাজ শুরু করেছে রেল।
স্থানীয় সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবারের গুরুদাস নগর স্টেশনে থেকে কয়েকজন যুবকের নজরে পড়ে রেললাইনের মাঝে ফাটল রয়েছে। বিপদ আঁচ করে তাঁরা স্টেশন মাস্টারকে খবর দেন। এমনকি নিজেদের গায়ের লাল জ্যাকেট খুলে তাঁরা ট্রেন থামানোর চেষ্টা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা। শুরু হয় মেরামতির কাজ। দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল।
আরও পড়ুন- নয় দিনে চার বার! প্রায় রোজই আক্রান্ত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস