একাধিক দাবিতে আদিবাসীদের রেল রোকো কর্মসূচিতে ফের কার্যত ধাক্কা খেল রেল পরিষেবা। আজ, শনিবার সকাল থেকে জঙ্গলমহলের একাধিক জায়গায় এই কর্মসূচি চলছে। তার জেরে হাওড়া- চক্রধরপুর, আদ্রা-বরকাখানা, আসানসোল-রাঁচি প্রভৃতি ট্রেন চলাচলে বিঘ্নিত হয়েছে। একাধিক স্টেশনে ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে। আদ্রা-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার আদ্রায় ছাড়লেও কুস্তাউর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা-চান্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধের ডাক দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের খেমাশুলি স্টেশন-সহ পাঁচ রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে অবরোধের ডাক দেওয়া হয়েছে।
পুরুলিয়ার কাঁটাডিতে রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। জনগণনায় সারনা ধর্মের পৃথক কোড, জৈনদের হাত থেকে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়কে আদিবাসী জনজাতিদের হাতে তুলে দেওয়া-সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল 'অভিযান'।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এই কর্মসূচির জেরে এদিন সকালে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছে।