ঘূর্ণিঝড় রেমাল-এর জেরে বিপর্যস্ত একাধিক পরিষেবা । প্রভাব পড়ে রেল পরিষেবাতেও । বিশেষ করে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখার ব্যহত হয় ট্রেন চলাচল । তবে, সকাল ৯টার পর থেকে পরিষেবা স্বাভাবিক বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । অন্যদিকে, হাওড়া ডিভিশনে রবিবার রাত থেকেই পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেল
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, সৌভাগ্যবশত রেমলা সেভাবে রেলকে প্রভাবিত করতে পারেনি । সোমবার রাত থেকে হাওড়া, আসানসোল এবং মালদা বিভাগে স্বাভাবিক রয়েছে পরিষেবা । কোনও ট্রেন বাতিল নেই । ব্ল্যাক ডায়মন্ড, বন্দে ভারতও ঠিক সময়ে চলাচল করছে । তিনি আরও বলেন, 'শিয়ালদহ শাখায় আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি । ক্যানিং, লক্ষ্মীকান্তপুর লাইনে রেমালের প্রভাবে লাইনে গাছ পড়ে যায় । রাতভর আমাদের আধিকারিকরা কাজ করেছেন । সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল । তবে ৯টার পর থেকে পরিষেবা স্বাভাবিক রয়েছে । এখন আর কোনও সমস্যা নেই ।'
এদিকে, রেমালের জেরে প্রবল বৃষ্টি, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে জল জমে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে ।দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো।