ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। আগামী সোমবার থেকে নৈহাটি-রাণাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজের জন্য বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেন। রেল সূত্রে খবর, আগামী ১ মার্চ পর্যন্ত ওই শাখায় ট্রেন বাতিল থাকবে। ২০ থেকে ২৪ তারিখের মধ্যে বাতিল করা হয়েছে ২৫ জোড়া লোকাল ট্রেন। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এই তারিখে বাতিল আরও ২১ জোড়া লোকাল ট্রেন। ওই শাখায় নিয়মিত চলাচল করে ২২২টি লোকাল ট্রেন।
শুধু লোকাল ট্রেন নয়, ওই শাখায় বাতিল করা হয়েছে ৪টি এক্সপ্রেস ট্রেনও। বাতিল করা হয়েছে, আসানসোল ইন্টারসিটি, সিউড়ি মেমু, জঙ্গিপুর রোড এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস। রুট পরিবর্তিত হবে ৬ জোড়া এক্সপ্রেস ট্রেনের।
দিন কয়েক আগেই দক্ষিণ-পূর্ব রেলের বর্ধমান শাখায় ওভার ব্রিজের মেরামতির কাজ হয়েছিল। সেইসময়ও বেশ কিছু একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। তবে, যাত্রী দুর্ভোগ এড়াতে বর্ধমান শাখার মেইন লাইনে শক্তিগড় এবং কর্ড লাইনে মসাগ্রাম পর্যন্ত ট্রেন চালানো হয়েছিল।
এদিন রেল সূত্রে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিন থেকে কাজ শুরু হবে। কিন্তু যাত্রী দুর্ভোগ কমানোর সবরকম ব্যবস্থা করা হবে।