লোকসভা ভোটের পরেও বামেদের রক্তক্ষরণ অব্যাহত। এবার হুগলির সিঙ্গুরে গত ৩৫ বছর দখলে থাকা সমবায় সমিতিও হাতছাড়া হয়ে গেল। রবিবারের নির্বাচনে গোবিন্দপুরের কৃষি সমবায়ের ভোটের ৪৫টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বামেদের অভিযোগ, বুথ জ্যাম ও ছাপ্পা ভোট দিয়ে সমবায় দখল করেছে বাংলার শাসক দল। অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল।
১৯৮৯ সাল থেকে এই সমবায় ছিল বামেদের দখলে। এবার সব আসনেই প্রার্থী দিয়েছিল সিপিএম এবং তৃণমূল। ১২টি আসনে প্রার্থী ছিল বিজেপির। যদিও ভোটের পর বামেদের অভিযোগ, তাদের প্রার্থীকে মারধর করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। সমবায় জয়ে খুশি রাজ্যের মন্ত্রী ও সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না।
তবে, সিঙ্গুর জিতলেও নন্দীগ্রামের সমবায় ভোটে হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এখানে দাপট দেখিয়েছে বিজেপি। এক নম্বর ব্লকের হরিপুরের কৃষি সমবায়ের ভোটে ১২টি আসনের মধ্যে ১১টি আসনেই জয়ী হয়েছে পদ্ম শিবির। এতদিন মনোনীত সদস্যদের নিয়ে চলছিল সমবায়। এই প্রথম সেখানে ভোট হল।