রাজ্যের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর। অভিযোগকারী তৃণমূলেরই নেত্রী। বৃহস্পতিবার হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন বাংলার শাসক দলের বলাগড়ের নেত্রী রুনা খাতুন। রুনার অভিযোগ, ফেসবুকে তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিধায়ক।
ঘটনার সূত্রপাত বুধবার। জেলার নেত্রীকে ফুলন দেবী বলে অভিযোগ করেছিলেন বিধায়ক। নিজের ফেসবুক থেকে ওই পোস্ট পরে মুছে দিলেও, তা আগেই ভাইরাল হয়। সেই পোস্টকে হাতিয়ার করেই এদিন বলাগড় থানায় যান রুনা। অভিযোগ করেন বিধায়কের বিরুদ্ধে। মূলত জেলায় স্কুলের চাকরি দেওয়াকে কেন্দ্র করেই বিধায়ক বনাম যুবনেত্রীর সংঘাত বলেই দাবি রাজনৈতিক মহলের।
এদিন থানায় অভিযোগ দায়েরের পর রুনার অভিযোগ, তাঁর বিরুদ্ধে প্রমাণ না থাকা সত্ত্বেও, তাঁকে অপমান করা হয়েছে। আর সেই কারণে বিধায়ক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে থানায় নালিশ জানাতে তিনি বাধ্য হয়েছেন। যদিও এই ঘটনার আগেই বৃহস্পতিবার মধ্যরাতে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দফতরে হামলার অভিযোগ করা হয়। যেখানে অভিযোগ রুনা খাতুনের দিকেই।