Nandigram : সরকারি টাকা দুর্নীতির অভিযোগ, নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান

Updated : Apr 23, 2022 13:17
|
Editorji News Desk

দুর্নীতিতে অভিযুক্ত নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। প্রতিবাদে শনিবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। শুক্রবার রাতেই গ্রেফতার করা হয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুরের গ্রাম পঞ্চায়েত প্রধান সামসুল ইসলামকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন পঞ্চায়েতের তিন সদস্য। স্থানীয় বিডিও লিখিত অভিযোগের ভিত্তিতেই সামসুলকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

একবার নয়, এর আগে একাধিক বার বিভিন্ন দিকে দুর্নীতির (Nandigram Crime) অভিযোগ উঠেছিল দাউদপুরের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। একশো দিনের কাজে দুর্নীতি থেকে গাছ কাটার টাকা হাতিয়ে নেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগ আছে সামসুলের বিরুদ্ধে। এর আগেও কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পঞ্চায়েতেরই তিন সদস্য। সেই আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনকে এ ব্যাপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই তদন্তের রিপোর্ট জমা পড়ে হলদিয়া মহকুমা শাসকের কাছে। এরপর গত ৬ এপ্রিল নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও (BDO) সুমিতা সেনগুপ্ত নন্দীগ্রাম থানায় গ্রাম পঞ্চায়েত সামসুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই গতকাল, শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় সামসুলকে।

তবে গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের পর থেকে এলাকায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁর সমর্থকরা। এই আশঙ্কা আগেই করেছিল পুলিশ। তাই আগেভাগেই অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে। আজ, শনিবার তাঁকে হলদিয়া কোর্টে তোলা হবে। এমন পরিস্থিতিতে ৩ অভিযোগকারী পঞ্চায়েত সদস্য আব্বাস বেগ, চন্দনা পাণ্ডা ও নাজমা খাতুন আতঙ্কে ভুগছেন।

PanchayatNandigramTMC

Recommended For You

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

editorji | লোকাল

Howrah Police : রাতে মধ্য হাওড়ায় গাড়ির মধ্যে গুলি, গুলিবিদ্ধ পুলিশ অফিসার, আটক এক মহিলা