বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিজেপিতে যোগ নিয়ে, ইতিমধ্যেই জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পরেই, সর্বভারতীয় তৃণমূলের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের শেয়ার করা হয়।
কালো ব্যাকগ্রাউন্ডে, বড় বড় হরফে লেখা ‘MY LORD’, তবে সেই লেখায় ‘O’ এর জায়গায় জ্বলজ্বল করছে পদ্মফুল। এর ক্যাপশনে লেখা, ‘যাঁরা জানেন, তাঁরা জানেন’। বলাই বাহুল্য, অবসরপ্রাপ্ত বিচারপতিকে খোঁচা দিয়েই এই পোস্ট সর্বভারতীয় তৃণমূলের।
ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালে লক্ষ ভোটে জিতবেন, এর আগে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়ে বলেছিলেন , বিজেপি নেতাদের মতো এখন থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভাববাচ্যে কথা বলা শুরু করেছেন, তা দেখে বেশ কিছু মিল পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় স্পষ্ট বিচারপতি থাকার সময়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। কারণ, প্রাক্তন বিচারপতি নিজেই জানিয়েছেন, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। বিজেপিও তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।