বিশ্বকর্মা পুজোর বিসর্জনে বিপত্তি। ঠাকুর ভাসাতে গিয়ে লরিসহ ডুবে গেলেন বেশ কয়েকজন শ্রমিক। বুধবারের এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর ঘাটে। কোনও মতে সাঁতরে ঘাটে উঠে আসেন শ্রমিকরা। লরিটি জল থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানায় মঙ্গলবার বিশ্বকর্মা পুজো হয়েছিল। বুধবার বেলা ৩টে নাগাদ লরিতে করে কারখানার ঠাকুর বিসর্জন দিতে শিবপুর ঘাটে পৌঁছেছিলেন কয়েকজন শ্রমিক। ওই সময় যথেষ্ট জোয়ারের টান ছিল। লরি গঙ্গার ঘাটে দাঁড় করানো হয়।
লরির পিছনের চাকায় কাঠের টুকরো আটকানো থাকলেও বিশ্বকর্মার মূর্তি নামানোর সময় লরি গড়িয়ে গঙ্গায় চলে যায়। লরিতে থাকা শ্রমিকরা হুড়োহুড়ি করে গঙ্গায় ঝাঁপ দেন। কেউ আহত হননি। তবে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ।