কথায় বলে বাঙালির ১২ মাসে তেরো পার্বণ। তারমধ্যে আলাদা আলাদা জেলায় একই উৎসবের রকমারি বৈচিত্র্য। মকর সংক্রান্তিতে পিঠে-পুলি বানানোর রেওয়াজ রয়েছে এক শ্রেণির বাঙালিদের মধ্যে। আবার এই সময়ে জঙ্গলমহলে পৌষ সংক্রান্তিতে চলে টুসু উৎসব। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এমনকি পড়শি ঝাড়খন্ড, বিহার, ওড়িশা রাজ্যেও এই সময় মহাসমারোহে চলে টুসু পরব।
টুসু উৎসবের প্রধান আকর্ষণ টুসু গান। গোটা পৌষ মাস ধরে এই গানের আসর বসে। বাঁকুড়ার জুনবেদিয়া অঞ্চল সংলগ্ন হরিয়াল পাড়া গ্ৰামের দীনবন্ধু বাগদীর উঠান থেকে টুসুর আসরের ছবি তুলে ধরা হল এডিটরজির পর্দায়। গ্ৰামের ত্রিশ থেকে চল্লিশ জন মহিলা, ছেলে মেয়ে ও পুরুষ টুসু গানের আসরে যোগ দিয়েছিলেন। এই অপূর্ব লোকগানের সাক্ষী থাকুন।